সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. শারফ উদ্দিন বলেছেন, পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ঠেকাতে সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শাহপরান হল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শারফ উদ্দিন আরও বলেন, বিপন্ন পরিবেশ রক্ষায় বৃক্ষভিক্ষা একটি অসাধারণ কনসেপ্ট। পরিবেশ সুরক্ষায় সারা পৃথিবীতে এধরণের কার্যক্রম জোরদার করতে হবে। সভ্যতা বিনির্মানে কোনোভাবেই যেনো প্রাণপ্রকৃতি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে যত্নবান হতে হবে। তিনি বলেন, আমাজান ধ্বংসের চক্রান্ত চলছে; এসব পরিবেশ বিধ্বংশী কর্মকান্ড রুখে দাঁড়াতে হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় ভূমিসন্তান বাংলাদেশের বৃক্ষভিক্ষা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন।

পরিবেশবাদী সংগঠনন ভূমিসন্তান বাংলাদেশ এর বৃক্ষভিক্ষা কর্মসূচিতে পাওয়া বৃক্ষগুলো রোপনের উদ্দেশ্যে শনিবার সিকৃবির প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকার এ কর্মসূচির আয়োজন করে।

ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, প্রাধিকার-এর সাবেক সভাপতি ডা. মনজুর কাদের চৌধুরী, শাবির গ্রীণ এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহমদ, প্রাধিকার’র সভাপতি আবু ইরবাত আহমদ রাফি এতে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাধিকার’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শাহপরান হল এর সহকারী প্রভোস্ট সরকার মো. ইব্রাহিম খলিল, ভূমিসন্তান বাংলাদেশের অন্যতম সংগঠক আনিস মাহমুদ, সংগঠক রুবেল আহমদ কুয়াশা, শুয়াইবুল ইসলাম, শাকিল আহমদ সোহাগ, নার্সারি মালিক কল্যান সমিতির যুগ্ম সম্পাদক মলয় লাল ধর, প্রকৃতিকর্মী তৌহিদুল রুবেল, মাহবুব রাসেল, অলক চৌধুরী প্রমুখ।

Categories: News

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *