শনিবার বিকাল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকার কর্তৃক Rescued Animal Handling, Restraining and Carrying এর উপর এক সেমিনার আয়োজন করা হয়।

প্রাধিকারের সাধারণ সম্পাদক  আাশিকুর রহমান আশিকের উপস্থাপনায় এই সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টিলাগর ইকোপার্কের সম্মানিত ভেটেরিনারিয়ান ডা.সাইফুল ইসলাম।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালা শুরু করা হয়।এসময় স্বাগত বক্তব্য রাখেন বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন প্রাধিকারের গত এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য মাহদী রাহি ও জনাব নবিউল ইসলাম মানিক।এসময় এনিম্যাল রেস্ট্রেইনিং এবং হেন্ডেলিং এর নানা বিষয়ে তাঁরা আলোচনা করেন,নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।

এ প্রোগ্রামের মাধ্যমে এনিম্যাল রেস্ট্রেইনিং এবং হেন্ডেলিং বিষয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন  শিক্ষার্থীরা।সভাপতি  আহমেদ রাফির সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজিত কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাধিকার,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক  স্গঠন।প্রাণীর অধিকার ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে যাচ্ছে এ সংগঠন।বর্তমানে সিলেট অঞ্চলে এই সংগঠনের পরিচিতি ব্যাপক।প্রাধিকারের রয়েছে নিজস্ব রেসকিউ উইং,যারা আহত ও বিপদগ্রস্ত প্রাণী উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।সিলেট প্রাকৃতিক সম্পদ ও বনাঞ্চলে পরিপূর্ণ একটি অঞ্চল,দেশে বিপন্ন অনেক প্রাণীর সন্ধান মেলে এই অঞ্চলে।এসব বিপন্ন প্রাণী রক্ষায়ও কাজ করে যাচ্ছে প্রাধিকার।এ যাবত গন্ধগোকুল,বন বিড়াল,পাইথন,ভুবন চিল,বিভিন্ন প্রজাতির সাপ,বানর,আহত কুকুর ও বিড়ালসহ আরো অনেক প্রজাতির প্রাণী উদ্ধার করেছে প্রাধিকারের রেসকিউ উইং।পরিবেশ রক্ষায় নানা সময় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সিলেটের জনপ্রিয় এই সংগঠন।নানা প্রতিকূলতা সত্ত্বেও সামনের দিনে পরিবেশ ও প্রাণী রক্ষায় আরো এগিয়ে যেতে চায় এই সংগঠন।

   লেখা- Ariz Saad


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *