প্রাধিকারের নবম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের ম্যাগাজিন উন্মোচন ও নবম কার্যনির্বাহী কমিটি- ২৩-২৪ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান অনুষদ ভবনের ৩য় তলার সম্মেলন কক্ষে “Magazine Reveal and Committee Exchange program-23” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাধিকারের প্রথম ম্যাগাজিন “প্রাধিকার সমাচার” এর মোড়ক উন্মোচন করেন প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। পরবর্তীতে এক বক্তব্যে প্রাধিকারের বিগত কমিটির কার্যক্রম তুলে ধরেন প্রাধিকারের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আরিজ আহমেদ সা’দ।

প্রাধিকারের সদ্য বিদায়ী কমিটির সভাপতি কানন তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোঃ মোস্তফা সামছুজ্জামান, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ মেহেদী হাসান খান, সহযোগী অধ্যাপক ডা. অনিমেষ চন্দ্র রায়, সহযোগী অধ্যাপক ডা. মাসুদ পারভেজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রাধিকারের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দুগ্ধ খামার সিলেটের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জ্বল। এছাড়াও প্রাধিকারের বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রাধিকারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

নতুন কমিটি ঘোষণার পূর্বে প্রাধিকারের সদ্য বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোঃ মাহাদী হাসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই অনুষদের শিক্ষার্থী তুষার কান্তি।

Categories: Uncategorized

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *