১৬ই মার্চ রোজ শনিবার সিলেট নগরীর অবস্থিত পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে “প্রাধিকার” মাসিক জনসচেতনতামূলক প্রোগ্রাম করে। প্রাধিকারের জয়েন্ট সেক্রেটারি মাহদী রাহি সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে প্রাধিকারের সাধারণ সম্পাদক মুহিউদ্দিন হায়দার রিফাত।
অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক জনাব আব্দুল আহাদ। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষািকা শুক্লা রাণী ভট্টাচার্য ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রোগ্রামের শুরুতে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসে প্রাধিকারের কার্যনির্বাহী সদস্য তিলোত্তম ভট্টাচার্য তুর্য্য।পরে প্রাধিকারের কার্যক্রম, প্রাণি অধিকার ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপর প্রেজেন্টেশন রাখে প্রাধিকারের হেড রেসকিউ ইউং মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং ‘প্লাস্টিক জীববৈচিত্র ও মানুষের জন্য হুমকি’ বিষয়ে দ্বিতীয় প্রেজেন্টেশন
রাখে প্রাধিকারের সহকারী কোষাধ্যক্ষ রওনক জাহান উন্নতি ও কার্যনির্বাহী সদস্য উত্তমা আচার্য্য।
অনুষ্ঠানের এক পর্যায় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। পরে বিজয়ী ১ম, ২য়, ও ৩য় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয় প্রধান অতিথীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে- প্রাধিকারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পরিবেশের ভারসাম্য ধ্বংসে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য প্রাধিকারের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, প্রাধিকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন যা বিগত কয়েক বছর যাবত প্রাণি অধিকার ও সংরক্ষণ বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
0 Comments